প্রকাশিত: Sat, May 6, 2023 2:22 PM
আপডেট: Tue, Jan 27, 2026 7:25 AM

জিডিপি বৃদ্ধির হারে চলতি অর্থবছরে চীনকে ছাড়িয়ে যাবে বাংলাদেশ

তারিক আল বান্না: আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) রিজিওনাল ইকনোমিক আউটলুক ফর এশিয়া প্যাসিফিক মে ২০২৩ রিপোর্টে এ কথা বলা হয়েছে। আইএমএফ বলেছে, তারা ইউক্রেন যুদ্ধের কারনে সৃষ্ট অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় বাংলাদেশকে ঋণ প্রদান করবে। সেইসঙ্গে জলবায়ু বিনিয়োগের জন্য তহবিল গড়তে সহায়তা করবে।

রিপোর্টে বলা হয়েছে যে, পরবর্তী অর্থ বছরে জিডিপি বৃদ্ধির হারে ভিয়েতনামের পরই দ্বিতীয় স্থানে চলে আসবে বাংলাদেশ। আরো গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, বাংলাদেশ ২০২৪ সালের হিসেবে চীন ও ভারতকেও ছাড়িয়ে যাবে বলে আশা করা হচ্ছে। ।

বাংলাদেশে ২০২৩ সালে ধীর গতিতে জিডিপি বৃদ্ধির হার ৫.৫%, যেখানে চীনের হার ৫.২%। তবে এ কথা ঠিক যে, চীনের অর্থনীতি বাংলাদেশের চেয়ে অনেক বিশাল।     

আইএমএফ রিপোর্টে বলা হয়েছে, তাদের ঋণ দীর্ঘমেয়াদী জলবায়ুগত জটিলতা নিরসনেও বাংলাদেশকে সাহায্য করবে। বাংলাদেশ ও প্যাসিফিক দ্বীপগুলোর আন্তর্জাতিক যোগাযোগ, বিশেষ করে জলবায়ুগত পরিবর্তনে আর্থিক নিরাপত্তা নিশ্চিত করার বিষয়টিকে তুলে ধরা হয়েছে এই রিপোর্টে। 

দক্ষিণ-পূর্ব এশিয়ান দেশগুলোর জিডিপি বৃদ্ধির হার ২০২২ সালে যেখানে ছিল ৫.৭%, সেখানে ২০২৩ সালে তা নেমে দাঁড়াবে ৪.৬% তে। এই দেশগুলোর মধ্যে রয়েছে মালয়েশিয়া, থাইল্যান্ড, ফিলিপিন্স ও ইন্দোনেশিয়া। সম্পাদনা: সালেহ্ বিপ্লব